শুক্রবার , ২১ মে ২০২১ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২১, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ

ইব্রাহিমঃ নোয়াখালীর মাইজদীতে ব্যাঙের ছাতার মতো অসংখ্য হাসপাতাল গড়ে উঠলেও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একদম ঝুঁকি,নেই উন্নত চিকিৎসা শহরে নামে বেনামে গড়ে উঠেছে অনেক হাসপাতাল। চিকিৎসকের অবহেলায় একের পর এক ঘটছে অপ্রত্যাশীত ঘটনা।বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টায় উডল্যান্ড প্রাইভেট হাসপাতাল নামে একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে পাওয়া গেছে।
এ ঘটনায় নবজাতকের আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।হাসপাতালের পরিচালক মো. মিজান গণমাধ্যমকে জানান, নবজাতকের বাবা নাজমুল হাসান নাঈমকে দ্রুত সিজারের কথা জানানো হয়েছে।  চিকিৎসক হেমা সানজিদের চেম্বার করায় আসতে দেরি করেছেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সিজার করানো হলে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।
নবজাতকের বাবা অভিযোগ, বেলা দেড়টায় আলট্রাসনোগ্রাফি করানোর পর চিকিৎসক আমাদের সিজার করাতে রাত ৮টায় সময় দেন। চিকিৎসক ব্যক্তিগত চেম্বার করাতে গিয়ে ঠিক সময়ে সিজার করাতে পারেননি। রাত ১০টায় চিকিৎসক জানান, নবজাতকের মৃত্যু হয়েছে।সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাহেদ উদ্দিন বলেন, হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এ নিয়ে কেউ থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD