শুক্রবার , ২১ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

মহিপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২১, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ

মোয়াজ্জেম হোসেনঃ পটুয়াখালীর মহিপুরে  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইউসুফপুর গ্রামের শ্রমিক  মনির মিয়ার  বসতঘর। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থের পরিবার।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে  এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এলাকাবাসী ছগির জানান, হঠাৎ মনির মিয়ার  দো’চালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের বাড়ি থেকে বালতি ভরে পানি এনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন   কিন্তু ততক্ষণে  পুরো ঘর পুড়ে ছাই হয়ে  যায়। গ্যাস সিলিন্ডার থেকে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বকফুল (৬৫) নামের একজন বৃদ্ধ দগ্ধ হয়েছেন।
ঘরের মালিক মনির  মিয়া বলেন,আমি শ্রমিকের কাজ করে ঘড়টি নির্মাণ করেছি। আমার স্ত্রী সন্তান সম্ভবা তাই একটি গ্যাস সিলিন্ডার আনছিলাম তার কষ্ট লাঘবের   জন্য। কিন্তু  আগুনে আমার ঘরটির সঙ্গে আমার আর কিছুই রইলোনা সব ছাই হয়ে গেছে। ঘর নির্মাণ করা আমার জন্য দুঃস্বপ্ন।”ঘটনাস্থল পরিদর্শন করে মহিপুরের মৎস্য ব্যবসায়ী মজনু গাজী শ্রমিক মনির কে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক বলেন, আমি ঘটনার কথা শুনেছি আমাদের পক্ষ থেকে তার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভব সহযোগিতা করবো।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD