শুক্রবার , ২১ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগঞ্জ হতে ছিনতাই হওয়া ভুষি বোঝাই ট্রাকসহ ৭ ডাকাত কুষ্টিয়ায় গ্রেফতার

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২১, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

মাসুদ রেজাঃ সিরাজগঞ্জ হতে ছিনতাই হওয়া ভুষি  বোঝাই ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৪২ বস্তা গো-খাদ্য। শুক্রবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার চর রূপপুর গ্রামের খেরুমালের ছেলে মো. নাছিম আল মাল ওরফে রাজু (২১), পাবনা জেলা সদরের তিনগাছা রাজাপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে রফিক মোল্লা ওরফে রকিব (১৯), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারা সোনিয়া গ্রামের মৃত রহমত মোল্লার ছেলে ইমরান আলী (৫০), একই উপজেলার জয়রামপুর গ্রামের মো. রাব্বানের ছেলে রাজু আহম্মেদ (২৮) এবং মৃত সেকেন প্রামানিকের ছেলে শাহাবুল ইসলাম (৩০), গাছের দিয়ার (টলটলিপাড়া) নাসির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার  পৌর শহরের ধানগড়া জগাইর মোড় এলাকার নূর ইসলামের ছেলে নয়ন শেখ (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, বুধবার (১৯মে) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার কাজিপুর মোড় এলাকা থেকে চালক-হেলপারকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ভুষি বোঝাই একটি ট্রাক ছিনতাই করে আন্তঃজেলা ডাকাত দলের ৭ ডাকাত। ওইদিন ভোরে চালক ও হেলপার বিষয়টি থানায় এসে জানায় এবং  ট্রাকের মালিক আব্দুল মালেক খন্দকার ওই দিনই থানায় এসে মামলা দায়ের করেন।
পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। বৃহস্পতিবার (২০ মে) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহাবুল ইসলামের বাড়ি থেকে ৮৭ ও রোকনুজ্জামানের বাড়ি থেকে ২৩৫সহ মোট ৩৪২ বস্তা গো-খাদ্য উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আমরা দুর্ধর্ষ ডাকাতদলকে গ্রেফতার করতে সক্ষম হই।গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD