আমিরুল হকঃ নীলফামারীর সৈয়দপুরে শ্বাষকান্দর মোড় এলাকায় খুন হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম ফয়সাল আলী (২৮)। সে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ফয়সাল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরালীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
নিহতের ভাই সোহাগ আলী ও রাসেল আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর থানায় এসে জানায়, বুধবার সন্ধ্যায় প্রতিবেশী প্রাভেট কার চালক সাগরের সাথে ফয়সাল বের হয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফিরেনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান জানান, যেহেতু খুনের ঘটনাটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকায়, সে কারণে নিহতের স্বজনদের সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে শ্বাষকান্দর মোড়ের ফকিরপাড়া পাকা রাস্তা থেকে স্থানীয় লোকজন ওই মরদেহ উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।