মঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শেরপুরে তৈরি জামদানী শাড়ী কদর পুরো দেশে

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৩, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

মেহেদী হাসানঃ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া (হাইটাপাড়া) গ্রামে গড়ে উঠেছে তাত কুটির। যেখানে চাহিদা সম্পন্ন উন্নত মানের জামদানী শাড়ীর পাশাপাশি তৈরি হচ্ছে টু পিছ কাপড়। সকাল থেকে রাত পর্যন্ত কারিগররা তাদের সুনিপুন হাতে ফুটিয়ে তুলছে বিভিন্ন রংয়ের নানা ডিজাইনের এসব কাপড়।
এবিষয়ে সাথে কথা হয় চরশেরপুর তাত কুটিরের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুলের (৩৫) সাথে তিনি ওই এলাকার আমীর হামজার (৬০) ছেলে। কামরুল জানান, বিগত ২০০০ সালের দিকে কাজের সন্ধানে ঢাকা রওনা হই। কোন আন্তীয় না থাকায় উঠি নারায়ণগঞ্জ ফুপুর বাড়িতে। সেখানেই একটা তাত কলে চাকরি নেই। এরপর কাজ শেখার একপর্যায়ে চিন্তা করি নিজের এলাকায় গিয়ে এই কাজ করবো। তাই ২০০৭ সালে শেরপুরে ফিরে এসে একটা তাত দিয়ে জামদানী শাড়ী তৈরির কাজ শুরু করি। এরপর ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত চরম হতাশায় ভুগি। বারবার ব্যাগ গুছিয়েছি যে পুনরায় ঢাকা চলে যাব। কিন্তু পরে আবার নিজে নিজেকেই শান্তনা দিয়েছি, হার মানা চলবে না। যাই হোক বর্তমানে আল্লাহর রহমতে অনেক ভাল আছি। বিগত ২০০৭ সালে আমার পুজি ছিল মাত্র ১৭ হাজার টাকা। বর্তমান ২০২১ সালে আমার মোট পুজি ১০ লক্ষের অধিক। কামরুর আরও জানান, এখন আমার ছোট বড় মিলিয়ে ১৬ টি তাত মেশিন। যেখানে নারী পুরুষ মিলিয়ে ১৬ থেকে ২০ জন শ্রমিক কাজ করছে।
স্থানীয় তাত কারিগর গোলাম মাওলা বলেন, কলেজ পাশ করে বেকার হয়ে এদিক সেদিক ঘুরতাম। আমাদের গ্রামে কামরুল ভাই তাত মেশিন নিয়ে আসার পর উনার কাছে কাজ শিখি। এখন যা বেতন পাই আলহামদুলিল্লাহ।স্থানীয় আরেকজন তাতী রমজান ইসলাম বলেন, বাবা একজন দরিদ্র কৃষক ছিলেন। পরিবারের সব খরচ তিনি একা বহন করতে হিমশিম খেতেন। কামরুল ভাইয়ের কাছে দীর্ঘ ৫-৬ বছর কাজ শিখে এখন নিজেই কাপড় বুনতে পারি। মাস শেষে ১০ হাজার টাকা বেতন পাই। যা দিয়ে মা-বাবা নিয়ে সুখে শান্তিতে আছি।
মহিলা তাত কারিগর ইয়াসমিন বলেন, আমরা গ্রামের মহিলাদের অনেক নিয়ম মানতে হয়। পরিবারের অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যাওয়া যায় না। এছাড়া গৃহস্থালি ও সন্তান সামলাতে হয়। কামরুল ভাই তাত মেশিন এলাকায় নিয়ে আসলে আমরা অনেক মহিলারা ও নিজ উদ্যেগে তাতের কাজ দেখি। এরপর কামরুল ভাইকে অনুরোধ করলে তিনি আমাদের বাড়ির ভিতরে কয়েকটি তাত মেশিন স্থাপন করে দেন। এতে পরিবারের সবাইকে নিয়ে নিজ বাড়িকে পর্দার ভিতর থেকে কাজ করতে পারি।
এ বিষয়ে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউপি চেয়াম্যান আনোয়ার হোসেন সুরুজ বলেন, কামরুলের তাতের খবর এখন শেরপুরের সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই তাত নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূদুর প্রসারী চিন্তা ভাবনা করছেন। গত কদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে কামরুল সহ তার সকল তাত কারিগর নিয়ে ডিসি একটা মিটিং ও করেছে। আমার কোন সহযোগীতা লাগলে আমি সব সময় করতে প্রস্তুত।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল আকৃতির বাগাড় মাছ

হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেজুর ও রস

আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস, দোয়া ও আলোচনা সভা উদযাপন 

গজারিয়ায় কিশোরের মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?

রামগড়ে নগদ অর্থসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুজেন্দ্র লাল এমপি

সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলো নিয়ে তৈরি হচ্ছে যে সিনেমা

কুড়িগ্রামে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সবজি বিতরণ করল ছাত্রলীগ কর্মীরা

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৩ লক্ষ টাকা জরিমানা

খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

ফেনীর মানবিক ডাঃ খুরশিদ আলমকে এলাকা বাসীর সংবর্ধনা

Design and Developed by BY AKATONMOY HOST BD