শুক্রবার , ২১ মে ২০২১ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগঞ্জে গ্রীনরুম ও ওয়াশরুম সুবিধাসহ মুক্তমঞ্চ নির্মাণের ভিত্তি স্থাপন 

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২১, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

সুলতান মাহমুদঃ সিরাজগঞ্জে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গ্রীনরুম ও ওয়াশরুম সুবিধাসহ একটি মুক্তমঞ্চ নির্মাণের ভিত্তি স্থাপন  করছে জেলা পরিষদ চেয়ারম্যান। পৌর শহরের বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে নির্মাণ করা হচ্ছে মুক্তমঞ্চ। উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গ্রীনরুম ও ওয়াশরুম সুবিধাসহ এ মুক্তমঞ্চটি নির্মাণ করছে জেলা পরিষদ।
শুক্রবার (২১ মে) সকাল ১০টায় পৌর শহরের বাজার স্টেশন এলাকায় স্বাধীনতা স্কয়ারে এ মুক্তমঞ্চ নির্মান কল্পে জেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা যৌথভাবে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধোনী বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, মানুষের মুক্তি, আত্মার মুক্তির জন্য সাংস্কতিক সংযোগ প্রয়োজন। সংস্কৃতি হচ্ছে একটি সেতু। তাই ছোটখাট অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো অডিটোরিয়ামে করা সম্ভব হয় না, ভাড়া দিয়ে অনুষ্ঠান করাও কোন কোন সংগঠনের পক্ষে সম্ভব হয় না। এসব কথা বিবেচনা করেই ২৫ লাখ টাকা ব্যয়ে মুক্তমঞ্চ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা পরিষদ। পৌরসভার জায়গায় নির্মেয় এ মুক্তমঞ্চের এক পাশে গ্রীনরুম ও অপর পাশে থাকবে ওয়াশরুম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, পৌর প্যানেল মেয়র-১ নূরুল হক, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) সৌরভ কুমার সাহা, ঠিকাদার আকতার হোসেন ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD