” রক্তে লেখা ৭ই মার্চ “
মুহাম্মদ সাজ্জাদ হুসাইন
তুমি মহান,তুমি শ্রেষ্ঠ
তুমি বঙ্গবন্ধু,তুমি শেখ মুজিব।
তুমি পৃথিবীর মানচিত্রে
সবুজ বাংলার ইতিহাস,
এনেদিয়েছো আমাদের স্বাধীনতা।
সেই দিন———-
আকাশটা বাদামী বর্ণের ছিল
এক অনবদ্য দিন,
পূর্ব বাংলা পুঞ্জিভূত
৭ই মার্চ রেসকোর্স ময়দান।
সাতকোটি মানুষের ভীড়ে
কাঙ্খিত সেই বজ্র কন্ঠে
এবারের সংগ্রাম,আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম “।
তুমি সাহসী,দুর্গম,আদর্শ নেতা
তুমি জাতির জনক
তুমি ” অসমাপ্ত”
গল্পের লেখক।
কালজয়ী অমর ভাষণে
জেগে ওঠে বাঙালির হৃদয়
তৈরি করে বলিয়ান বীর,
রক্ত তাণ্ডবীর সমরে
আমার মানচিত্র লাল।
হিংস্র,দৌরাত্ম্য,অত্যাচারি
পশুদের মুখ থেকে,
তবুও বাঙালির ছিনিয়ে
এনেছে ছাপ্পান্ন মাইল ভূমি।