তৌহিদ হাসান রিয়াদঃ রংপুর ৫১ বিজিবি’র আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন বিজিবি।উক্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ৫১ বিজিবি’র পরিচালক (সিও) লেফটেনেন্ট কর্ণেল ঈসহাক হোসেন বলেন, বিজিবি ও সাধারণ জনগণ একেঅপরের ভাই। সেদিন রাতে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রন না করলে আরও বড় ধরনের ক্ষতি হত। বিজিবি’র গোয়েন্দা সদস্য ইব্রাহিম ও অপর একজন সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে উপরের নির্দেশে মামলা করা হয়। এ সময় আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ অতিথি’র বক্তব্য প্রদান করেন পাটগ্রাম থানা ওসি ওমর ফারুখ।
সভায় দহগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি সাফিউল ইসলাম বাবলু মেম্বর, আ’লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং আ’লীগের প্রাক্তন সভাপতি বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন প্রধান তাঁদের বক্তব্য প্রদানকালে বিজিবি’র উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে সরাসরি জনগণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। বিষয়টি মীমাংসার প্রস্তাব তোলেন।
এর আগে বুধবার রাতে বিজিবি’র দুই সদস্য ভারতীয় অবৈধ গরু তল্লাসীর নামে বিজিবি’র গোয়েন্দাসহ দুই সদস্য রাতের আঁধারে এক বাড়ীতে অনাধিকার প্রবেশ করায় জনগণের সাথে বাগবিতণ্ডা”র এক পর্যায়ে লাঠিচার্জসহ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য আব্দুর রহিম পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। সেদিনের সেই ঘটনায় দহগ্রামের তিনজন নেতাই মামলা প্রত্যাহারের আকুল আবেদন করে বিজিবি’র এ কর্মকর্তার কাছে করজোড়ে মিনতি করেন।৫১ বিজিবি’র অধিনায়ক/ পরিচালক লেফটেনেন্ট কর্ণেল ঈসহাক হোসেন এ সময় জবাবে বলেন,বিষয়টি এখন তার এখতিয়ারের বাহিরে। আরও উচ্চ পর্যায়ের হাতে চলে গেছে। এ বিষয়ে ঊর্বধতন কর্তৃপক্ষকে দহগ্রামবাসীর ক্ষমা চাওয়ার বিষয়ে জানাবেন বলে তিনি মন্তব্য করেন।
পাটগ্রাম থানা ওসি বলেন, থানায় মামলা হয়েছে।পুলিশ তদন্ত করছেন। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।এদিকে মামলা রেকর্ডের পর সমঝোতা’র লক্ষে একই সভায় প্রশাসন ও আসামীদের কিভাবে মতবিনিময় হয় তা সচেতনমহলে নতুন করে প্রশ্ন দেখা দিলেও যে কোন উপায়ে বিষয়টি সমাধান করতে চান এলাকাবাসী।এর আগে বুধবার রাতে বিজিবি’র সাথে বাগবিতণ্ডা’র ঘটনায় বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় একটি মামলা হয়। এ কারনে মূলতঃ সমঝোতা’র লক্ষ্যে এ ধরনের একটি মতবিনিময় সভা’র আয়োজন করা হয়।অপরদিকে, একই সময়ে দহগ্রাম সিস্টিয়ারপাড় এলাকায় নারী -শিশুসহ এলাকাবাসী বিজিবি’র বিরুদ্ধে মানববন্ধন করে নিরীহ জনগণের নামে মামলা করার প্রতিবাদ জানান।