মাসুদ রেজাঃ বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ মে) রাত১০.৩৫ ঘটিকায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল শিয়ালকোল আমতলা বাজারস্থ নিলয় টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের পুরাতন সিএনজি, ০২টি বাটন মোবাইল ফোন ও নগদ ১১,৭২৫/-(এগার হাজার সাতশত পঁচিশ) টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী ১। সিএনজি চালক মোঃ মাসুদ রানা(৩৬) পিতা-মৃত আঃ করিম শেখ, সাং-বিলধলি(কামারপাড়া), ২। মোঃ আঃ সোবহান(৩২), পিতা মৃত দেলবার প্রামানিক, সাং-শিয়ালকোল শাহাপাড়া উভয় থানা ও জেলা- সিরাজগঞ্জ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।