জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা ঈশ্বরদী ভাটাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে শিপন ও রুবেল নামে ২ জন ব্যাক্তিকে হাতুরি,ও বাসের লাঠি দিয়ে ক্ষত ও বেদম ভাবে আহত করেছেন। শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে ঈশ্বরদী ভাটাপাড়া দক্ষিন নারিচায় এ ঘটনা ঘটে। আহত শিপন ঈশ্বরদী পৌর কলেজরোড বকুলের মোড়ে ও রুবেল একই এলাকার।
আহত শিপনের বড় ভাই জানান,ভাটাপাড়া দক্ষিন নারিচায় আমাদের মুরগীর খামারে আমার ভাই অবস্থান করলে এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে ঐ এলাকার জমিন ও ছেলে আব্বু বক্কর খামারে প্রবেশ করে আমার ভাই কে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে,আমার ভাই (শিপন) গালাগালি করতে নিশেধ করলে তাদের হাতে থাকা হাতুরি, বাশের লাঠি,ও কাছে থাকা চাকু দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষত, এলোপাতারি ভাবে আঘাত করে। এতে শিপন গুরুত্বর আহত হলে ঈশ্বরদী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।