মনিরুজ্জামানঃ কুমিল্লার হোমনা গৌরীপুর মহাসড়কের পঞ্চবটি ব্রীজের পূর্বপার্শ্বে সওজ’র খালি জায়গা দখল করে শহীদ মিয়া নামক এক ব্যক্তি আরসিসি পিলার দিয়ে মাটি ভরাট করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। কয়েক মাসপূর্বে জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রসা সনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলাকাবাসি জানান, সওজর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে একটি দখলদার চক্র এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে সরকারী জায়গা দখল করে দোকান নির্মান করছে । অথচ এমপি মহোদয় এর কিছুই জানেন না। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার সকাল ১১ টায় স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী উক্ত দখলকৃত জায়গা পরিদর্শন করেন এবং ৩ দিনের মধ্যে তা সরিয়ে দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন শুধু তাই নয়, তিনি আরোও উল্লেখ্য করেন যে, হোমনায় কোন ভূমিদস্যু থাকতে পারবে না।
যেখানেই এ ধরনের অনিয়ম পাওয়া যাবে আমি আইনের মাধ্যমে তার উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্তা করব। আমরা জনবান্ধব সরকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ভূমিহীনদের কে জায়গাসহ ঘর নির্মান করে দিয়ে এ দেশের মানুষের পাশে দারিয়ে সহযোগিতা করে দিতে সব সময় প্রস্তুত আছি। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে হোমনা ও তিতাস উপজেলায় সকল সরকারী জমি উদ্ধারে পরিকল্পনা গ্রহন করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
দখল ও ভরাট বিষয়ে মো. শহীদ মিয়া বলেন, এ জায়গাটি মো. ফরিদ মিয়ার নিকট থেকে ক্রয় করছি। এটি যদি সরকারী জায়গা হয় তাহলে ছেড়ে দিবো। এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার মুঠো ফোনে বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।