এস কে ইউসুফঃ দেশে যখন চলছে মাহামারি করোনার দ্বিতীয় ওয়েভ ঠিক সেই সময়েও থেমে হত্যা, খুন, গুম, মাদকসহ ধর্ষনের মত ঘৃনীত অপরাধ। অপর দিকে, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের রাধামাধবপুর গ্রামে বুধবার (১৮ মে) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে উজ্জ্বল মোল্যা (২২) নামে এক যুবককে মারাত্মক আহত করা হয়। আহত উজ্জ্বল ওই গ্রামের মোঃ এসকেন মোল্যার ছেলে। ঘটনার চারদিন কেটে গেলেও থানায় কোন মামলা হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত ১৮ মে (বুধবার) সকাল আনুমানিক ১০ টার দিকে একই এলাকার সবুর মোল্যার দোকানের সামনে বারাকপুর ৯ নং ইউপি সদস্য মোঃ হায়দার মোল্যার সংগে উজ্জল মোলার কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হায়দার মোল্যার নেতৃত্বে তার বেশ কয়েকজন সমার্থক উজ্জ্বলকে জোর করে ধরে আজগর মার্কেটের পিছনের গলিতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
মারাত্মক ভাবে জখম হওয়া অবস্থায় আত্মীয়-স্বজনরা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন । ঘটনাটি নিয়ে গ্রামে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।