ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রতিপক্ষের বিরুদ্ধে জসিম (৪২) নামের এক সৌদি ফেরত প্রবাসীকে মেরে হাত ভাঙ্গার অভিযোগ উঠেছে। শনিবার (২২ মে) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম প্রবাসীর উপর হামলার বিষয়টি নিশ্চিত করেন ও থানায় মামলা হয়েছে বলে তিনি জানিয়েছে৷আহত জসিম উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের বাজারবাড়ি এলাকার ফিরোজ আলীর ছেলে। তিনি গত দুইমাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরেন। আগামী মাসের ৬ তারিখ সৌদিআরব যাওয়ার কথা ছিল তার। কিন্তু কিভাবে হাত ভাঙ্গা নিয়ে প্রবাসে যাবে সে শংকায় ভুগছেন জসিম।
হামলার ব্যাপারে জানতে চাইলে জসিম জানান,গত মঙ্গলবার রাতে আটলা ফুটবল মাঠের পাশে একটি দোকানে বিকাশে টাকা লোড করতে যায়। পরে হঠাৎ করে পেছন দিকে থেকে স্থানীয় মনির মিয়ার ছেলে সারোয়ার ও শফিকের ছেলে সুমনসহ ১০-১৫ জন দূর্বৃত্ত জসিমের উপর হামলা করেন। ওই সময় তাকে মেরে রক্তাক্ত করে তারা পালিয়ে যায়। পরিবারের লোকেরা জসিমের চিতকার শুনে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও তাকে আরও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে জসিমকে জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। ইতিমধ্যে তার ডান হাতের একটি অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের ব্যাপারে জানতে চাইলে, ডা. সোলাইমান বলেন, জসিমকে হাত ভাঙ্গার অবস্থায় নিয়ে আসলে রাতেই তার অস্ত্রোপচার করি। তার ডান হাতে রট-স্কু বসানো হয়েছে৷ অন্তত ৩মাস ওই হাত দিয়ে সে কাজ করতে পারবে না৷মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক পাভেল জানান, এ ঘটনাটি খুব দুঃখজনক। সামান্য একটি বিষয়কে কেন্দ্র জসিমকে মারধোর করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষের সাথে কথা হয়েছে। সালিসির মাধ্যমে ঝামেলাটি সমাধানের চেষ্টা চলছে।।এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, আজ শনিবার সৌদি ফেরত এক প্রবাসীকে মারধোরের অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে।