কাকনঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার কলনিপাড়া মহল্লায় দরিদ্র পিতা সাইফুল ইসলামের শিশুকন্যা শোভা (৭) অগ্নিদগ্ধ হয়ে শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে গেছে, মাটির চুলায় জ্বালানি যাওয়ার সময় হঠাৎ তার শরীরে আগুন ধরে যায়, পিছন দিক দিয়ে আগুন লাগার কারণে সহজে বুঝে উঠতে পারিনি ছোট্ট শিশু শোভা্।
এর মধ্যেই পরনের কাপড় খুলতে খুলতে পিছনের অংশ এবং পেটের অংশ অগ্নিদগ্ধ হয়ে যায়, এরপরই তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শরীরের ঘা পরে সার্জারি করা হবে, তার সব মিলিয়ে চিকিৎসা খরচ পড়বে ৬০ হাজার টাকা, এত টাকা ও তার দরিদ্র দিনমজুর তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে তাহলে শিশুটির চিকিৎসা করে সুস্থ করা সম্ভব হবে ।