শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের আলোচিত সাবেক পিপি এ্যাভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির মুন্সির হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী শহীদুল ইসলাম কোতোয়াল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।শরীয়তপুর পৌর এলাকার হুগলি গ্রামের মৃত আবুল কাশেম কোতোয়ালের ছেলে তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে সে শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ছিল। ২০২১ সালের ২১ মার্চ ঐ হত্যা মামলায় তার ফাঁসির আদেশ দেন শরীয়তপুর জেলা ও দায়রা জর্জ আদালত। এর পর তাকে ঢাকা কেন্দ্রিয় কারাগার কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।
ঢাকা কেন্দ্রিয় কারাগার কেরানীগঞ্জ ও শরীয়তপুর কোর্ট সুত্রে জানা যায়, ২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুরের সাবেক পিপি এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন মুন্সিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে। ২০২১ সালের ২১ মার্চ শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ঐ মামলার অন্যতম আসামী শহীদুল ইসলাম কোতোয়ালকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। এর পর শরীয়তপুর থেকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরন করা হয়।
গত কয়েক দিন পূর্বে সে অসুস্থ হয়। দীর্ঘদিন তাকে বিভাগীয় কারা হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন যাবৎ সে বেশী অসুস্থ হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউডে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় গতকাল রাত ২টা ৩০ মিনিটের সময় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে ।