শাকিল আহম্মেদঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনা ভাইরাস একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। বাংলাদেশ একটি জনবহুল এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। সতর্ক হয়ে চলাফেরা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানলে সংক্রমণের হার মোকাবিলা করা সম্বব। করোনা মোকাবেলা ও জনগণের সুরক্ষায় সরকার নিরলস ভাবে কাজ করছে।
অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়া এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক কারণে ব্যাপক অপুষ্টি, রোগবালাই এমনকি মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে।শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে বহির বিভাগে বর্ধিত রুম উদ্ভোধন শেষে হলরুমে হাসপাতাল আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।