শনিবার , ২২ মে ২০২১ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

শ্রীপুরে ১৬’শ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি আটক! 

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২২, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ তাজুল ইসলামঃ গাজীপুরে শ্রীপুর থানাধীন মুলাইদ (এমসি) এলাকা থেকে ১৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেটসসহ ০৪ জন মাদক কারবারি কে আটক করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার (২১ মে) রাতে গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেনের তত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) বিজন বৈদ্য।
আটককৃত ৪ জন মাদক কারবারি হলোঃ ময়মনসিংহের ভালুকা থানার ডুবালিয়াপাড়া জামিরদীয়া এলাকার আমান উল্যাহর ছেলে কামাল হোসেন (৩৮),ভালুকা থানার বাটাজোড় পশ্চিমপাড়া এলাকার আঃ করিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), ফুলবাড়ীয়া থানার বাশদ্দী এলাকার রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরের গাছা থানার খাইলকুর এলাকার রাশেদুল আলম (৩৬)।শনিবার (২২ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ (এমসি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রির সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ১২’শ পিস্ ইয়াবাসহ, ফারুক মিয়াকে ৩’শ পিস্ ইয়াবাসহ, তরিকুল ইসলামকে ১’শ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তাদের তিনজনের কাছ থেকে সর্বমোট ১৬’শ পিস্ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও রাশেদুল আলম নামে আরো এক মাদক কারবারি কে আটক করে গোয়েন্দা পুলিশ।
তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নাম্বার ২৫(৫)২১)। মামলাটি তদন্ত করবে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবৈধ মাদকের উৎস অনুসন্ধান ও জড়িত অন্যান্য মাদক কারবারি কে আটক  এবং মাদকের পরবর্তী গন্তব্যস্থলের তথ্য জানতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD