রাইয়ান ঈসাঃ প্রথম আলোর সিনিয়র সংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্বলন এবং মানববন্ধন করে প্রথম আলো বন্ধু সভা।
আজ ২২মে শনিবার সন্ধ্যা ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন করে সিনিয়র সংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হয়। এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে সভাপতিত্ব করেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জনাব স্বপন ব্যনার্জী। মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রথম আলো বন্ধু সভার সদস্যরা এবং পটুয়াখালী প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকগন সহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সিনিয়র গনমাধ্যম কর্মীরা। বক্তব্যে রোজিনা ইসলামের মুক্তির জোর দাবি জানানো হয়। পাশাপাশি আগামী কাল (রবিবার) সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি না দেয়া হয়, তবে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে বক্তারা।