ইব্রাহিমঃ নোয়াখালী সদর উপজেলাধীন নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডে চলমান গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিস্কার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।শনিবার (২২মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল এবং আল ফালাহ এরিয়া জামে মসজিদ সংলগ্ন খালি ধান ক্ষেতে কানুগাজী জামে মসজিদ, খোন্দকার বাড়ি জামে মসজিদ এবং আল ফালাহ এরিয়া জামে মসজিদ এর আয়োজনে বৃষ্টি কামনা করে এই বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় উল্লেখিত মসজিদ সহ অত্র ওয়ার্ডের অন্যান্য মসজিদের খতিব,ইমাম,মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা পর্ষদ সহ শত শত মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করে।
নামাজের পূর্বে স্বল্প সময়ের জন্য এ নামাজের ফযিলত, নামাজের নিয়ম নিয়ে আলোচনা এবং নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজদী কোর্ট মসজিদের সম্মানিত খতীব মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব। নামাজে ইমামতি এবং নামাজ শেষে খুৎবা পাঠ করেন আল জামিয়াতুল ইসলামিয়া( আল আমিন মাদ্রাসা) এর সম্মানিত আলেম হাফেজ মাওলানা ইয়াছিন সাহেব। মোনাজাত এর সময় মুসল্লীদের কান্না আর আমিন আমিন ধ্বনিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান চলতি বছরের বৈশাখের ২১ তারিখে হাল্কা বৃষ্টি হলেও বৈশাখ শেষ হয়ে জৈষ্ঠ্যের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। যার ফলে অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। খরতাপে শুকিয়ে গেছে বেশির ভাগ খালের পানি, নলকূপের পানি, পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।দেখা দিয়েছে নানান রোগব্যাধী।পাশাপাশি তীব্র তাপদাহে পুরো এলাকা জুড়ে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।যা অতীত ৩/৪ যুগের মধ্যেও এমন ঘটনা ঘটেনি। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে বৃষ্টি কামনা করে এ নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা।