মো: বিপুল ইসলাম : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাঁশেরতল এলাকার পাট ক্ষেত থেকে আজ শনিবার (২২মে) সকালে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।তাৎক্ষণিক পরিচয় না মিললেও সন্ধায় পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় লালমনিরহাট থানা পুলিশ।নিহত ঐ ব্যক্তির নাম জয়নাল আবেদীন বয়স আনুমানিক ৩৫ বছর। রংপুরের মিঠাপুকুর থানার আস্করপুর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে বলে জানিয়েছে থানা পুলিশ।
আজ (২২মে)সকালে লালমনিরহাট- রংপুর মহাসড়কের পাশে বুদার বাশেরতল এলাকার একটি পাটক্ষেতে স্থানীয় কৃষকরা কাজ করতে এসে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানার ওসি শাহ্ আলম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণে করেন।
এ সময় লাশের পাশে তার ব্যবহৃত কাপড় সহ একটি ব্যাগ উদ্ধার করে থানা পুলিশ। ব্যাগে ব্যবহৃত কিছু কাপড়, একটি কম্বল ও বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায়।
পরিচয় সনাক্ত করতে সক্ষম হাওয়ায় এ বিষয়ে লালমনিরহাট সদর থানার (ওসি) শাহ্ আলম বলেন,মরদেহ নিতে তার পরিবার এসেছে লালমনিরহাট সদর থানায়। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।