জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা ঈশ্বরদী দাশুড়িয়া রাজাপুর রোডের সড়ইকান্দি নামক স্থানে ২৩শে,মে ২০২১তারিখে দুপুর ১:০০ টার সময় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সালাম হোসেন সেলু (৫৬)। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণ কলস গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জানা গেছে, রাজাপুর থেকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি দাশুড়িয়া আসার পথে উল্লেখিত স্থানে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং ঘটনাস্থলেই সেলু নিহত হয় এবং চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। ঘটনার পর পরই আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক ও সিএনজি পাকশী হাইওয়ে থানার হেফাজতে আছে। পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।