জাহিদুল ইসলাম নিক্কন: কেপিআই ভুক্ত এলাকার মধ্যে বিনানুমতিতে প্রবেশ করা নিয়ে একদল যুবক সাদাপােষাকী আর্মি সদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ার অপরাধে পুলিশ ৮ যুবককে আটক করেছে ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪ টি মােটর সাইকেল ও ৯ টি বিভিন্ন ব্রান্ডের মােবাইল ফোন জব্দ করা হয়েছে । শনিবার ( ২২ মে ) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে । এদিন রাতে আটককৃতদের স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে । রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলেন , উপজেলার চররুপপুর এলাকার রিমন হােসেন ( ২০ ) ,শাওন হােসেন ( ২২ ) ,আসিফ হােসেন ( ২০ ) ,মনােয়ার হােসেন ( ২১ )শান্ত ( ২১ ) , ফজলে রাব্বী ( ২০ ) , বাপ্পী ( ২০ ) , মুন্না হােসেন ( ১৯ )। তাদের সবার বাড়ি একই অঞ্চলে। খোঁজ নিয়ে জানা যায় , আটককৃত যুবকরা মােটরসাইকেল নিয়ে নদীর তীরবর্তী ওয়াচ টাওয়ার ৮ সংরক্ষিত এলাকায় বিনানুমতিতে প্রবেশ করলে আর্মির গােয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর রেজিষ্ট্রেশনের কাগজ দেখতে চায় ।
এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে । এমন কি পাশের ইটভাটায় নিয়ে হত্যার হুমকিও দেয় । বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে আটক করা হয় । রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন , রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তায় নিয়ােজিত আর্মিদের সাদাপােষাকী গােয়েন্দা কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করার অভিযােগে ৮ যুবককে আটক করা হয়েছে । আটককৃতদের ফাঁড়িতে রাখা হয়েছে । মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হবে।