রবিবার , ২৩ মে ২০২১ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

পাবনা রূপপুর আর্মি সদস্যদের হত্যার হুমকি দেয়ায় ৮ যুবক আটক।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৩, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

জাহিদুল ইসলাম নিক্কন: কেপিআই ভুক্ত এলাকার মধ্যে বিনানুমতিতে প্রবেশ করা নিয়ে একদল যুবক সাদাপােষাকী আর্মি সদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ার অপরাধে পুলিশ ৮ যুবককে আটক করেছে ।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪ টি মােটর সাইকেল ও ৯ টি বিভিন্ন ব্রান্ডের মােবাইল ফোন জব্দ করা হয়েছে । শনিবার ( ২২ মে ) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে । এদিন রাতে আটককৃতদের স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে । রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন , উপজেলার চররুপপুর এলাকার রিমন হােসেন ( ২০ ) ,শাওন হােসেন ( ২২ ) ,আসিফ হােসেন ( ২০ ) ,মনােয়ার হােসেন ( ২১ )শান্ত ( ২১ ) , ফজলে রাব্বী ( ২০ ) , বাপ্পী ( ২০ ) , মুন্না হােসেন ( ১৯ )। তাদের সবার বাড়ি একই অঞ্চলে। খোঁজ নিয়ে জানা যায় , আটককৃত যুবকরা মােটরসাইকেল নিয়ে নদীর তীরবর্তী ওয়াচ টাওয়ার ৮ সংরক্ষিত এলাকায় বিনানুমতিতে প্রবেশ করলে আর্মির গােয়েন্দা সংস্থার সদস্যরা তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর রেজিষ্ট্রেশনের কাগজ দেখতে চায় ।

এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে । এমন কি পাশের ইটভাটায় নিয়ে হত্যার হুমকিও দেয় । বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে আটক করা হয় । রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন , রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তায় নিয়ােজিত আর্মিদের সাদাপােষাকী গােয়েন্দা কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করার অভিযােগে ৮ যুবককে আটক করা হয়েছে । আটককৃতদের ফাঁড়িতে রাখা হয়েছে । মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD