মাসুদ রেজাঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর বেলতৈল ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের ফসলি জমিতে থেকে আব্দুর রহমান (৩৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
রোববার (২৩ মে) সকালে যুবকের লাশ দেখতে পেয়ে শাহজাদপুর থানায় খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উব্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
আব্দুর রহমান (৩৯) এর স্বজনরা জানান, গত চার দিন আগে রাত্রিতে কে বা করা ফোন করে ডেকে নিয়ে যায় আব্দুর রহমানকে, রাত্রিতে সে আর বাড়ীতে ফিরে না আসায় আমরা গত ২০.০৫.২০২১ ইং তারিখে শাহজাদপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করি। তার পরেও তার কোন খোজ খবর না পাওয়া যায় নাই, আজ সকালে আমরা জানতে পারি জমির খেতে কে,বা করা আমার ভাইকে মেরে রেখে গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান নিহতের পরিচয় শনাক্ত করা গেছে এটি নিখোঁজ হওয়া আব্দুর রহমানের লাশ,ময়না তদন্ত শেষে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের লতিফ বাদশার বাড়ির কেয়ার টেকার হিসেবে মোন্নাফ জোদ্দার দীর্ঘদিন দরে কর্মরত ছিল। বুধবার বাড়ির মালিক তাকে রেখে ঢাকায় চলে যায়। এরপর শনিবার সকালে ওই বাড়িতে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে।
এ সংবাদে পুলিশ ওইদিন বিকেলে ওই বাড়ির একটি কক্ষ থেকে অর্ধিগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।