সমরাজ মিয়াঃ হবিগঞ্জ মাধবপুর বিদ্যুতস্পৃষ্ট হয়ে তনয় দেব(১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) সন্ধ্যায় আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তনয় দেব ওই এলাকার তুলসী দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানি তুলার জন্য সাবমার্সেল পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুরে একটি প্রাইভেট ক্লিনিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্দিউরা ইউনিয়নের মেম্বার মোঃ সাদেক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।।