হবিগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নির্দেশ অমান্য করে, করোনা ভাইরাসের বিধি-নিষেধকে তোয়াক্কা না করেই, খোলা রেখেছে লেমন গার্ডেন রিসোর্ট , প্রতিদিন বীর জমাচ্ছে হাজার হাজার ভ্রমণকারীরা।
মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান , করোনা ভাইরাস থেকে জনসাধারণকে বাঁচাতে সরকার গন জামায়াতকে নিষিদ্ধ ঘোসনা করেছে , সারা দেশজুড়ে বন্ধ করে দিয়েছে জাতীয় উদ্যান, পিকনিক স্পট ,বিনোদনমূলক প্রতিটি প্রতিষ্ঠান , সারা সিলেট বিভাগের মধ্যে একটাও বিনোদনমূলক প্রতিষ্ঠান খোলা নেই, সরকারের নির্দেশে সব বন্ধ করে দেয়া হয়েছে , সরকারের সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের নির্দেশ অমান্য করে , প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে , কমলগঞ্জে অবস্থিত স্বনামধন্য রিসোর্ট লেমন গার্ডেন খোলা রেখে চালাচ্চে জমজমাট ব্যবসা ।
২২/ মে /শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্রমণকারীদের প্রচুর বীর, গাদাগাদি করে ধাক্কাধাক্কি করে শত শত মানুষ প্রবেশ করছে লেমন গার্ডেন ভিতরে, করোনা মহামারীর সচেতনা, নেই কারো মুখে মাস্ক নেই সামাজিক দূরত্ব, সবকটা বিনোদনমূলক পার্ক বন্ধ থাকার কারণে লেমন গার্ডেন রিসোর্টে সবাই ছুটছে, লেমন গার্ডেন এর ভিতর প্রবেশ করার টিকেট এর মূল্য জন প্রতি (৩০০) টাকা ভ্রমণকারীদের প্রচুর বীর থাকার কারণে , কারো কাছ থেকে নেয়া হচ্চে (৫০০) টাকা,কারো কাছ থেকে (১০০০) টাকা পর্যন্ত রাখছেন গার্টেনের মালিকপক্ষ অভিযোগ পাওয়া যায়।
একদিকে গাদাগাদি করে মানুষ ভিতরে প্রবেশ করার ফলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সরকারের নির্দেশ কে অমান্য করে লেমন গার্ডেন রিসোর্ট খোলা রেখে ব্যবসা চালাচ্ছে,। লেমন গার্ডেন রিসোর্ট এর সেকেন্ড ম্যানেজার জানান, সবাইকে ম্যানেজ করেই আমরা খোলা রেখেছি তাই আমাদের কোনো অসুবিধা হয় না।।