রাজু হোসেনঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেওয়াল ধসে পড়ে বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন ( ২০) নামে দুই ভাই নিহত হয়েছেন।এ সময় আরো ৬ আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৩মে) বিকেল ৫টায় ভোলাকোট ইউনিয়নের দেহলা আমির হোসেন ডিপজলের মদিনা ইটভাটায়৷ নিহতরা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আলতাফ মাঝির ছেলে৷
আহতদের আশংকাজনক অবস্থায় রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার সাথে সাথে ভাটার মালিক আমির হোসেন ডিপজল পালিয়ে যায়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পরিদর্শন করেন৷ ভাটা শ্রমিকরা মালিকের বিচার ও অবৈধ ভাটার বন্ধের দাবীতে লাশ নিয়ে আসতে বাধা দিয়ে বিক্ষোভ করেন৷
এলাকাবাসী বলেন এ ইটভাটায় ২ বছর আগেও একই ভাবে ওয়াল ধসে ৫ জন আহত হয়৷ তারা অবৈধ ইটভাটার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন টাকা খেয়ে কোন ব্যবস্থাগ্রহন না করাকে দায়ী করেন। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহামম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।