এম.এ.সাঈদ(বাবু): কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজারে বিকাল আনুমানিক ৫ টা নাগাদ গাজী মার্কেট সংলগ্ন মোস্তাফিজুর রহমান এর আবাসিক ভবন ও সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসা সংলগ্ন বাজারে।
এতে সার ও কীটনাশক ব্যপারী মোঃ আঃ রশিদ (৪৪) এর “আরাফাত ট্রেডার্স সম্পুর্ণ ভস্মীভ‚ত হয়, এতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান আঃ রশিদ। প্রত্যক্ষদর্শী মা-বাবার দোয়া গার্মেন্টস এন্ড বস্ত্রালয় এর স্বত্তাধীকারী মোঃ আব্দুল আলীম (৩৮) জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে ও আগুন ছড়িয়ে পড়ে যে তা নেভানো অসম্ভব মনে হচ্ছিল।
ফায়ার সার্ভিস ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারের অন্যান্য দোকানে লাগা আগুন নেভাতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাতের কারণ কি তা তারা জানাতে পারেনি। তবে বাজার ব্যবসায়ীদের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ আগুনে আবাসিক ভবনের মালামাল পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ১৫ টি ঘর ও দোকান ভস্মীভ‚ত হয়। এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভূক্তভোগীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত আরাফাত ট্রেডার্স এর মালিক তার ক্ষয়ক্ষতির শোকে মুর্ছা যাচ্ছিলেন।