সাকিব খান: মুন্সীগঞ্জের সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে এক জন নিখোঁজ । গতকাল রবিবার রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে । এ সময় মাঝি এবং এক যাত্রী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও অপর যাত্রী নিখোঁজ রয়েছে । এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম ।
নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান , রাত ৮ টায় দিকে মো.মামুন হোসেন (৪০) এবং তার ভগ্নিপতি বিদুৎ (৩৫) নৌকা যোগে ধলেশ্বরী নদীর চান্দেরচর থেকে রামকৃষ্ণদী আসার সময় মাঝ নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায় । এ সময় মাঝি আবু মিয়া এবং মামুন সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও মামুনের ভগিনীপতি বিদুৎ নিখোঁজ রয়েছে । নিখোঁজ বিদুৎতের বাড়ী জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে ।