বুধবার , ১৪ এপ্রিল ২০২১ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

কুষ্টিয়া জেলা করোনা পজিটিভ ১৫ জন আজ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৪, ২০২১ ১:০৯ পূর্বাহ্ণ

শ্যামলী আক্তারঃ কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১৩ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১২২টি, ঝিনাইদহ জেলার ৫৭টি, চুয়াডাঙ্গা জেলার ২৪টি, মেহেরপুর জেলার ১৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬০টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২৯টি, ঝিনাইদহ জেলার ১৬টি, চুয়াডাঙ্গা জেলার ০৭টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
★কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২৯ জন ব্যক্তির মধ্যে ১৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৬ জন কুমারখালী উপজেলার, ০৩ জন দৌলতপুর উপজেলার, ০৩ জন খোকসা উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।
★ কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৫ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) মঙ্গলবাড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) কাটাইখানা মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) মৃতিকাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) আদর্শপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) ডা. তোফাজ্জল হেলথ সেন্টার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৪) নিউ কমলাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৫) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
★ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) 410 M.W Power plant, ভেড়ামারা, কুষ্টিয়া।
★ কুমারখালী উপজেলায় আক্রান্ত ০৬ জন ব্যক্তির ঠিকানাঃ
১) এলঙ্গি, কুমারখালী, কুষ্টিয়া।
২) বাশগ্রাম, কুমারখালী, কুষ্টিয়া।
৩) হাসদিয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৪) দুর্গাপুর ,কুমারখালী, কুষ্টিয়া।
৫) নাতুড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৬) জাহেদপুর, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।
★ দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) তারাগুনিয়া, দৌলতপুর, কুষ্টিয়া।
২) পাড়সিটলাই বড়গঙদিয়া, দৌলতপুর, কুষ্টিয়া।
৩)দৌলতপুর, কুষ্টিয়া।
★ খোকসা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১)ওয়ার্ড-৬, কমলাপুর, খোকসা, কুষ্টিয়া।
২) ওয়ার্ড-৩, রাজনাথপুর, খোকসা, কুষ্টিয়া।
৩) ওয়ার্ড-১, শিমুলিয়া, খোকসা, কুষ্টিয়া।
★ মিরপুর উপজেলায় আক্রান্ত ০১জন ব্যক্তির ঠিকানাঃ
১)আজমপুর, মিরপুর, কুষ্টিয়া।
★ এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৩৯৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৮৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৬ জন।
## ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
## অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন।
## সামাজিক দুরত্ব মেনে চলুন।
## অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।
## ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে গাঁজাসহ আটক ১

দেওয়ানগঞ্জে দেহ ব্যবস্যা ও মাদক ব্যবস্যার বিরুদ্ধে মানববন্ধন 

কমলনগরে কর্মসুজন প্রকল্পে রাস্তা নির্মাণ জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাবে একটি গ্রাম

পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা, যুবকের আজীবন কারাদণ্ড

রমজান মাসে দেশের সকল সাংবাদিকদের জন্য দোয়া প্রার্থনা করে রাজশাহী মডেল প্রেসক্লাব

ঘোড়াঘাটে বিনামূল্যে সার ও বীজ বিতরনঃ

রাজনগরে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ফাল্গুন মাসে কাল বৈশাখীর হানা, ভূরুঙ্গামারীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

আলীকদমে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর বিশেষ ঘর উপহার পাচ্ছেন গৃহহীনরা

Design and Developed by BY AKATONMOY HOST BD