আলী সোহেল: কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার হইতে বাজরা বাসস্ট্যান্ড সড়কে মালবাহী (ধানের বস্তাভর্তি) টমটম গাড়ি উল্টে ড্রাইভার সহ আহত ৩ জন। আহতরা হলেন, মুরছালিন(২৪), মোঃ সুজন (২৫) ও মোঃ হেলাল (৩০)। রবিবার (২৩ মে) রাত ৯ টার সময় কুলিয়ারচর বাজার ঘাট হইতে মালবাহী টমটম গাড়ি ইলহাম অটো রাইস মিলে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর বাজার হইতে বাজরা বাসস্ট্যান্ড সড়কে পূর্ব গাইলকাটা রেলক্রসিং এর পর থেকে কালভার্ট সংলগ্ন ও আশপাশ এলাকার রাস্তা বেহাল অবস্থা হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবং কুলিয়ারচর শহরে প্রবেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আর বিশেষ করে কুলিয়ারচর হইতে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে যাওয়ার রাস্তটিতে নতুন ব্রীজের নির্মাণ কাজ চলমান থাকায় কুলিয়ারচর হইতে বাজরা বাসস্ট্যান্ডে যাওয়ার রাস্তাটিই বেশি ব্যবহৃত হচ্ছে।
এমন অবস্থায় ঘটনাস্থলের জায়গাটি দিয়ে কোনোরকম ভয়ে ভয়ে একটি মাত্র গাড়ি পার হয়। তারা আরও বলেন এই রাস্তাটির পাশ ঘেষেই বেশির ভাগ পুকুর আছে এবং রাস্তাটি প্রসস্থ না হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।এমতাবস্থায় রাস্তাটির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় লোকজন ও পথচারীগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন বলেন, গত বৃহস্পতিবার ওই জায়গাটি পরিদর্শন করেছি, দেখে মনে হয়েছে জায়গাটি আসলেই মরণফাঁদে পরিনত হয়েছে। তবে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবগত করা হবে এমন আশা প্রকাশ করেন।উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, রাস্তার পাশে পাড় বিহীন পুকুর মালিকদের বিরুদ্ধে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।