তৌহিদ হাসান রিয়াদঃ লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেতে নবজাতক শিশু, অজগর সাপ উদ্ধারের পর এবার জব্দ করা হলো ভারতীয় তোতাপুড়ি ও হরিয়ানা রাম ছাগল।উপজেলার বাউরা বাজার রেল স্টেশন মোড়ে গতকাল রোববার রাত ১০ টা’র সময় পিকআপ ভ্যানে ত্রিপাল ঢাকা অবস্থায় ভারতীয় ২৮ টি তোতাপুড়ি, হরিয়ানা রাম ছাগল আটক করেন জনতা।
পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জব্দ করে পাটগ্রাম থানা হেফাজতে নেন। বিজ্ঞ আদালতের আদেশ পেলে নিলাম হবে। তবে জানা যায়, এই ছাগলগুলোর মুল্য বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা। প্রতিটি ছাগল ২ থেকে ৪ লিটার পর্যন্ত দুধ দেয়।পাটগ্রাম থানার ওসি ওমর ফারুখ বলেন, বৈধ কোন কাগজ পাইনি। মালিক পরিচিতি কাগজ না পেলে বিধিমোতাবেক নিলাম করা হবে।