আবুবকর ছিদ্দিক :বান্দরবান বাজারের কামাল আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থেকে ব্যাবসা পরিচালনা করার দায়ে হোটেলের মালিক মো: কামাল, ৪ নারীসহ ৯জনকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
২৩শে মে রবিবার সন্ধ্যায় পুলিশ দৈনিক দেশ সেবাকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর এর ৪নং ওয়ার্ড এর বাজারের ১নং গলির কামাল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে হোটেলের মালিক মো.কামাল, ৪ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
পুলিশ আরো জানায়, আবাসিক হোটেলে অবৈধভাবে নারীদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল কামাল হোটেল আর এই অভিযোগে অভিযানে ৪জন নারী ও ৪জন পুরুষ এবং হোটেলের মালিক কামালকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে হোটেলের মালিক কামালকে পুলিশ হাতেনাতে আটক করায় এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করে জানান,নামেই শুধু হোটেল হলে ও দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে কামাল বোর্ডিং এর কর্তৃপক্ষ। কয়েকবার জেল জরিমানা হলে ও একই অপরাধ বার বার করে এলাকার যুব সমাজ নষ্ট করছে এই হোটেলের মালিক কামাল ও তার ছত্রছায়ায় থাকা সংঙ্গীরা।
এদিকে বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মিঠুন সিংহ ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান,আসামীদের আটকের পর মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।