সমরাজ মিয়াঃ নেশার টাকার জন্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চুরি করতে এসে দুই যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট রোডের মৃত লিয়াকত আলীর ছেলে মামুন মিয়া (২১) ও শাপলাবাগের মৃত ফুল মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩০)।
গতকাল রাত ৮ টায় এ দুই যুবকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি বলেন, সকালে পৌরসভার ওয়ার্কশপ এলাকার সাহাব উদ্দিনের দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করতে এসেছিল। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।।