সোমবার , ২৪ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৪, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

সমরাজ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুরে মিনা রানী সরকার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মিনা রানী সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পুলেন্দ সরকারের স্ত্রী।
তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সোমবার ভোরে বাড়ির লোকজনের অগোচরে একটি জাম্বুরাগাছে শাড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। সকাল সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, মিনা রানী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এদিকে নিহত গৃহবধূর ভাই নিরঞ্জন সরকার বলেন, সোমবার ভোর ৫টার দিকে তার বোনের মোবাইল ফোন দিয়ে স্বামীর বাড়ি থেকে জানানো হয় তার বোন মিনা স্ট্রোক করে মারা গেছে। তখনই তার মৃত্যু নিয়ে তাদের সন্দেহের সৃষ্টি হয়।
সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্বে পুলিশ কর্মকর্তা এনামুল হক বলেন, গলা ছাড়া কোথাও আঘাতের চিহ্ন ছিল না। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD