সোমবার , ২৪ মে ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ভুয়া হো‌মিও ডাক্তারের জেল ও জরিমানা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৪, ২০২১ ১১:২০ অপরাহ্ণ

সুজন বিষ্ণুঃ রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে  ২৪ মে  কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
এসময় ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় দয়াল হোমিও সদন-এর রণজিৎ সরকার(৫৫)-কে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে ২৯(২) ধারায় ১ (এক) বছরের কারাদণ্ড এবং ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রসিকিউটর হিসাবে সহযোগিতা করেন  ডা. নুজহাত মৌ (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস,রাজবাড়ী)। সহযোগিতায় ছিলেন  সূর্য্য কুমার প্রামানিক (জেলা স্যানিটারী ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, রাজবাড়ী),  শামসুন্নাহার (উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, কালুখালী) ও পেশকার  মোঃ শফিকুল ইসলাম রানা। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম (এসআই, কালুখালী থানা)-এর নেতৃত্বে পরিচালিত একটি টিম। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে। সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD