বিপুল ইসলামঃ মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে সাফিউল ইসলাম শিপন (১৫) নামে নবম শ্রেণি এক ছাত্রের মৃত্যু হয়েছে।আজ সোমবার (২৪ মে) দুপুরে উপজেলার মহেন্দ্রনগরে ইউনিয়নের সাতপাটকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। সে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহত সাফিউল ইসলাম শিপন সদর উপজেলার মহেন্দ্রনগরের সাতপাটকী গ্রামের একরামুল হক মিঠু ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী গ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গরুর সাথে ধাক্কা লাগে। পরে পাকা রাস্তায় পড়ে গিয়ে আহত হন। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।সড়ক দুর্ঘটনা এসব নতুন কিছু নয়।গবেষকেরা বলেছেন,মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলার কারণে। হেলমেট ব্যবহার না করা ও নিম্নমানের হেলমেটের কারণে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে।মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে পথচারীদেরও দুর্ঘটনার কবলে পড়তে হয়।
গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর সংকলন করে বুয়েটের এআরআই ও নিসচা। নিসচার হিসাবে, ২০২০ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ২৩২টি, যার ১ হাজার ১২৭টি মোটরসাইকেল দুর্ঘটনা।