ভাষানটেক, কাফরুল থানা প্রতিনিধি: কাতার বিশ্বকাপ ২০২২ বাছাই পর্বের আজকের ম্যাচটাও ভালো হলো,পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচেও ৪-০ গোলে পরাজিত করে বলিভিয়াকে। ব্রাজিলের পক্ষে দুই গোল করেছেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। বাকি দুটি গোল করেন লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস। বলিভিয়ার বিপক্ষে মাঠে ছিলেন না সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমার। বাংলাদেশ সময় বুধবার (৩০ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিল দলে ছিল না কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা নেইমার ও ভিনিসিয়াস। তবে এ ম্যাচে নিজের বেঞ্চের শক্তি পরখ করে দেখার সুযোগ পেয়েছে ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, অ্যান্টোনিরাও সুযোগের সদ্ব্যবহার করেছেন মাঠে নেমে। চমৎকার খেলেছেন আর্সেনাল ও আয়াক্সের দুই তরুণ।
খেলায় ব্রাজিল প্রথম গোলের দেখা পায় ২৪ মিনিটে। দারুণ সলো মুভে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন ব্রুনো গুইমারেস। সেই পাস ধরে গোল করেন লুকাস পাকুয়েতা। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষ মিনিটে বলিভিয়ান ডিফেন্সের ভুল বুঝাবুঝিতে। আয়াক্সে খেলা অ্যান্টোনি ডান প্রান্ত থেকে ক্রস দেন অরক্ষিত রিচার্লিসনকে। তা থেকে গোল করতে ভুল করেননি এভারটন ফরোয়ার্ড।
ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেস। ৬৬ মিনিটে বক্সের ভিতর থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন এ মিডফিল্ডার। দেশের হয়ে এটাই প্রথম গোল নিউক্যাসল ইউনাইটেড তারকার। ম্যাচে গোলের সুযোগ পেয়েছিল বলিভিয়াও। প্রথমার্ধে গোলের ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে বলিভিয়া।বেশ কয়েকটি ভালো সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনও।
এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়লো ব্রাজিল। বাছাইপর্বে ১৭ ম্যাচের একটিও হারেনি ব্রাজিল, মোট পয়েন্ট সংগ্রহ ৪৫ তাতে ভেঙে গেছে ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপের বাছাই পর্বে বিয়েলসার আর্জেন্টিনার গড়া ৪৩ পয়েন্টের রেকর্ড। সে বিশ্বকাপে টোপ ফেভারিট আর্জেন্টিনা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই।
ব্রাজিলের জয়ের দিন ড্র করেছে আর্জেন্টিনা।