বুধবার , ২৬ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

বেনাপোলে প্রায় ৪ কোটি টাকার ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ১ 

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৬, ২০২১ ১২:৫৭ পূর্বাহ্ণ

রানা আহমেদঃ বেনাপোল চেকপোস্টে সেতু এন্টারপ্রাইজ থেকে ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার টাকার মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আমিনুল ইসলাম( ২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।আটককৃত আসামি বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের শামসুলের ইসলামের ছেলে।
মঙ্গলবার( ২৫ মে) দুপুর ১ টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকার সেতু এন্টারপ্রাইজের অফিস থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইন্টারন্যাশনাল কলিং কার্ডের মধ্যে, ১০ ইউএস ডলারের মূল্যের ৩০ হাজার ৫৪০ পিচ, ৫ ইউএস ডলার মূল্যের ৩ হাজার পিচ, ২৫ ইউএস ডলার মূল্যের ৪ হাজর ৭০০ পিচ ও ১০ সৌদি রিয়ালের ৪ হাজার ৯০০ পিচ ইন্টারন্যাশনাল কলিং কার্ড রয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিকেল এক প্রেস রিলিজের মধ্যেমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য দুই জন ব্যক্তি বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড বেনাপোল চেকপোস্ট এলাকার সেতু এন্টারপ্রাইজের অফিসে অবস্থা করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি কার্টুনের মধ্যে থেকে ৩৮ হাজার ২৪০ ইউএস ডলারের মূল্যের ও ৪৯ হাজার সৌদি রিয়ালের মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ড উদ্ধার করা হয়। এসময় আমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়।উদ্ধার কৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD