মোহাম্মদ তাজুল ইসলাম : গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আর মাত্র ২২৪ ডােজ টিকার মজুত রয়েছে। টিকার প্রথম ডােজ গ্রহণের পর দ্বিতীয় ডােজ নেওয়ার অপেক্ষায় জেলার ৩৯ হাজার ১৯২ জন।মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডােজ টিকা পাওয়া নিয়ে লােকজন অনিশ্চয়তায় পড়েছেন।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করােনার টিকাদান শুরুর পর গাজীপুরে ২ লাখ ৩২ হাজার ডােজ টিকা বরাদ্দ পায়। এ টিকার মধ্যে থেকে প্রথম ডােজ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জন। দুই মাস পর ৯৬ হাজার ১৮০ জন টিকার দ্বিতীয় ডােজ গ্রহণ করেছেন।
গতকাল মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় ডােজের জন্য ২২৪ ডােজ মজুত ছিলো। প্রথম ডােজ সম্পন্নকারীদের দ্বিতীয় ডােজ টিকা প্রদান করতে এখনাে তাদের ৩৯ হাজার ১৯২ ডােজ টিকার প্রয়ােজন।
গাজীপুরের সিভিল সার্জন মােঃ খায়রুজ্জামান বলেন, অবশিষ্ট টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। নতুন করে টিকার চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানাে হয়েছে। পাওয়া গেলে প্রথম ডােজ গ্রহণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯০ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করােনা শনাক্ত হয়েছে। এ সময় করােনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করােনায় আক্রান্ত হয়ে মােট ২১০ জনের মৃত্যু হলাে। জেলার মােট ৮১ হাজার ৭৬ টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৪৫ জনের করােনা পজিটিভ আসে।