মাসুদ সরকার : নওগাঁর ধামইরহাটে র্যাব-৫ অভিযান চালিয়ে গৌরী পাথরের একটি মুল্যবান শিবলিঙ্গের পাথর উদ্ধার করেছেন।
২৬ মে বুধবার এটি উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গেলে মাটির নিচ থেকে ওই পাথরটি বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী’র নেতৃত্বে ওই দিনই সকাল ১০ টায় ওই স্থানে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করতে সক্ষম হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, সপ্তম দশকের পাল বংশের আমলের প্রত্নতত্ত্বাত্বিক শিবলিঙ্গের গৌরী নামক কষ্টি পাথরটির ওজন ১০৩ কেজি। যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা। আইনি প্রক্রিয়ায় উদ্ধারকৃত শিবলিঙ্গের মুল্যবান গৌরী পাথরটি প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেয়া হবে বলে র্যাব জানান।