জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুল ইসলাম , এএসআই আনােয়ার হােসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গােপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পাকশী এর দিয়ার বাঘইলে এম ,আর, এস গ্যাস পাম্পের পিছনে রবি বিশ্বাস,এর মেহেগুনি বাগানের (জুয়া) খেলা অবস্থায় পাঁচ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন ১/মােঃ ইসমাইল হােসেন (৪৮), ২/মােঃ আব্দুর রহিম (২৮), ৩/মােঃ আব্দুল হাকিম (৪৮) , ৪/মােঃ আতিয়ার রহমান লিংকন (৩৪), ৫/মােঃ রেজাউল করিম ( ৪০ )সাং – অনন্তপুর , উভয় থানা- সাঘাটা , জেলা- গাইবান্ধা । সকলের বর্তমান ঠিকানা দিয়ার বাঘইল ম্যাক্স কলােনী , থানা- ঈশ্বরদী , জেলা পাবনা। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে জুয়ার নগদ ১৬০০ টাকা এবং এক সেট তাস পাওয়া যায় । রুপপুর ফাড়ির ইনচার্জ এস আই আতিকুল ইসলাম জানান , আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।