এস কে সুজন : বানিয়াচংয়ে বাড়ির সীমানা বিরোধ নিস্পত্তির জন্য আয়োজিত শালিসে দু’পক্ষের সংঘর্ষে গোলাপজান(৬৫) নামে এক বৃদ্ধা নিহত ও ১০ জন আহত হয়েছে।২৬ মে বুধবার সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিষয়টি নিষ্পত্তি করতে ২৬ মে বুধবার সকালে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন,মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গপ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।