জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বুধবার সকাল ১১ টায় প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরানো ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উন্নয়ন কাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি উল্লেখ করে শিডিউল অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে।
পরে বেলা ১২টার দিকে গাংনী পৌরসভার ওয়াটার প্লান্ট এন্ড স্যানেটারী প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্টের কাজ পরিদর্শণ করেন। এই কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে গাংনীর পৌরবাসীর জীবন মান উন্নয়নে এক সাথে কাজ করার আশ্বাস জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কান্দি পৌরসভার মেয়র আহমেদ আলি, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ রায়হান শরিফ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার প্রমুখ।