রহমতউল্লাহ :নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে উদ্ধার হওয়া শিব লিঙ্গের গৌরি পাথর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আরজু জানিয়েছেন, আজ বুধবার বিকেল ৪ টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা পাহাড়পুর তার কাছে গৌরি পাথরটি হস্তান্তর করেন।
র্যাব সূত্রে জানা গেছে, ২৬ মে সকাল ১০ টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মানের জন্য খলিয়ান ভিত খুড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান।
খবরটি জানতে পেরে র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ ওমর আলীথর নেতৃত্বে মুল্যবান ওই পাথরটি র্যাবের আভিযানিক টিম উদ্ধার করে।