বুধবার , ২৬ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

খালেদা জিয়ার ফুসফুসের পাইপ খোলা হয়েছে: চিকিৎসক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৬, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

আখিঁ আক্তারঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরেকটু উন্নতির দিকে। বুধবার (২৬মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের একজন চিকিৎসক আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন তারা। তার শারীরিক অবস্থার খুব ধীরে উন্নতি হচ্ছে। এর প্রেক্ষিতে গত ১৯ মে তার ফুসফুসের পানি বের করার জন্য বুকের দুই পাশের দুই পাইপের মধ্যে বাম পাশেরটা খুলে ফেলা হয়। আর গত রোববার রাতে তার দ্বিতীয় পাইপটিও খুলে ফেলা হয়। এখন তার ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, নিয়মানুযায়ী- ফুসফুসে কতটুকু পানি আসে সেটার উপর নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ। তবে আশার কথা হচ্ছে- খালেদা জিয়ার ফুসফুস জটিলতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিডনির জটিলতা এখনো কমেনি। ডায়াবেটিকস অবস্থাও অনেকটা অনিয়ন্ত্রিত। তার হার্টবিট স্বাভাবিক না হওয়ায় আরও কিছু দিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরেকজন চিকিৎসক জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। এর উপর কয়েকমাস ধরে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তার শারীরিক সক্ষমতা আরও বাড়ানোর জন্য ফিজিওথেরাপির অংশ হিসেবে প্রতিদিনই তাকে রুটিন করে হাঁটাচলা করানো হচ্ছে। বুধবার অন্যের সাহায্য নিয়ে তাকে ৫০ গজের মতো হাঁটানো হয়।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ধীরে উন্নতি ঘটছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ব্যক্তিগত চিকিৎসক টিমের অধীনে চিকিৎসাধীন থাকার পর তাদের পরামর্শে ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৩ মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন। পরে করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। এখন পোস্ট কোভিড জটিলতায় খালেদা জিয়ার পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হার্ট ও কিডনি জটিলতায় ভুগছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

সলঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মহিপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

মহান বিজয় দিবসে নিরাপদ যানবাহন চাই  মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ

সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে বিজিবির অভিযানে এলএসডি মাদকসহ আটক-১

আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে অপহরণ নাটক!

মিঠাপুকুরে দুইশত জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই

দম্পতিকে মারধর করে ছিনতাই: ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

কুলিয়ারচরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত ঘর পুড়ে ছাঁই

অত্যাবশ্যকীয় সেবা খাতে বেআইনি ধর্মঘটের সাজা জেল–জরিমানা

রোহিঙ্গা শিবিরের এনজিওর ব্যবহৃত গাড়ি থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার; চালক আটক

Design and Developed by BY REHOST BD