আহমেমদ কবীর সিকদারঃ কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নের মোঃ নাওশেদ (২২) নামে এক যুবক পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বুধবার (২৬-মে) রাত ৮.৩০টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে কুইল্যার পাড়া এলাকায় বিষ সেবনকারীর শুশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালানো নাওশেদ উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন এর মৌলভি পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাওশেদ বুধবার সন্ধ্যায় শুশুর বাড়িতে যায়।পরবর্তীতে স্ত্রী’র সাথে কোন এক বিষয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে অভিমান করে বিষ সেবন করতে থাকে। তৎক্ষনাৎ তার শুশুর বাড়ির লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পেরে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
অতিরিক্ত বিষপানের কারণে হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক ভাবে স্টমার্ক ওয়াশ করানো হয়।তবে তার শারিরিক অবস্থা তেমন আশঙ্কাজনক না হওয়ায় হাসপাতালে ভর্তি দেন। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।