হাসেম আলী হৃদয়: দিন দিন যখন করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে লাশের বড় হতে আছে,ঠিক তখনি জেলার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারতীয় ট্রাক চালকরা প্রবেশ করে অবাধে চলাফেরা করছে।তাদের এ দরনের বেপরোয়া চলাফেরা এলাকার মানুষের মাঝে আতংকের সৃষ্টি হচ্ছে।তাদের জীবন যাত্রা পড়েছে হুমকীর মধ্যে। বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দরে সরজমিনে দেখা গেছে ভারতীয় চালকরা অবাধে ঘুরাফিরা করছে। মিডিয়া কর্মী দেখেই তারা গা ঢাকা দিচ্ছে। স্থানীয়রা জানায়,সারা জেলায় লকডাউন চললেও সোনামসজিদ স্থল বন্দরে কোন লকডাউন না থাকায় শত শত মানুষ অবাধে চলাফেরা করছে।তাদের মধ্যে নেই কোন সামাজিক দূরত্ব,নেই মুখে ম্যাস্ক। তাই আমরা চরম আতংকের মধ্যে আছি।
এব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রাজু বলেন, সোনামসজিদ স্থলবন্দরে হাজার হাজার মানুষের মাঝে ভারতীয় ট্রাক চালকরা বেপরোয়াভাবে চলাফেরা করায় ব্যাপকহারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এই কারণে ইতোমধ্যে সোনামসজিদ স্থলবন্দরে কঠোর লকডাউন করার জন্য আবেদনপত্র জমা দিয়েছি। বাকিটা জেলা প্রশাসকের সীদ্ধান্তের উপর নির্ভর করবে।
এব্যাপারে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, সোনামসজিদ স্থলবন্দর বন্ধ রাখার ব্যাপারে সরকারীভাবে সীদ্ধান্ত গ্রহণ করার পর পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।