হাসান আল-মাহমুদ : নিজস্ব প্রতিবেদক ; খালিশপুর খুলনা মহানগরীতে এক গৃহবধূকে গণ ধর্ষণ এর ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ সকালে গণধর্ষণের শিকার ঐ নারী খালিশপুর থানায় নিজে উপস্থিত হয়ে অভিযোগ করেন।খালিশপুর থানার ওসি কাজি মোস্তাক আহমেদ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে নগরীর বিভিন্ন স্থান হতে আটক করেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ৯ঃ৫০ এর সময় নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে সোনাডাঙ্গা এলাকার বধু ঐ নারীকে আটকে গণধর্ষণ করে আটককৃত আসামিরা।
আটককৃতরা হলো খালিশপুর পিপলস পাচতলা এলাকার নাজমুল (২০), বঙ্গবাসী স্কুল গলির বাসিন্দা সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার নুরুজ্জামান (৩৫), একুই এলাকার সুমন (১৮)। খালিশপুর থানার ওসি জানান যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা শিকার করেছে। আসামিদের নামে থানায় একাধিক মামলা আছে।