মোঃ রাজু হোসেন :লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভাটরা ইউনিয়নে উত্তর নলচরা গ্রামে জমির মালিক কতৃক হতদরিদ্র বর্গাচাষী কৃষককে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬মে) বিকেল বেলা এই ঘটনাটি ঘটে উত্তর নলচরা তাফাজ্জল হেসেনের দোকানের সামনে।
অভিযুক্ত জমির মালিক উত্তর নলচরা তালুকদার বাড়ির নুরুল হক (৬০) বলেন, আমি বাছার বাড়ির আবু তাহেরের ছোট ছেলে মোঃ সুমন (৩০) কে জমি বর্গা চাষের জন্য দিই। সে আমাকে সঠিক ভাবে জমির ফসল না দিয়ে বেশির ভাগই একা সুবিধা গ্রহন করে। তাই তাকে আগামীতে চাষ করতে না করি। তাই সে আমাকে অশ্লীল কথাবার্তা বলে গত সোমবার আমাকে মারধর করে। আজ দু’দিন পর রামগঞ্জ থেকে ভাড়াটিয়া কুুুুন্ডা এনে বিকেলে পুনরায় হামলা করে।
এই বিষয়ে বর্গাচাষী সুমন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের তালুকদার বাড়ির নুরুল হক তালুকদার (৬০) দেলোয়ার হোসেন (৩৫) সিহাব (৩০) রিপন (৩২) সহ প্রায় ২০/৩০ জন মিলে আমাকে অতর্কিত ভাবে হামলা করে। এতে আমি গুরুতর আহত হই। আমার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়েছে। আমাকে ইট দিয়ে হাতে, বুকে ও পিঠে আঘাত করে এরা সবাই।
উক্ত ঘটনায় উভয় পক্ষ রামগঞ্জ অভিযোগ দায়েল করেন। এই ব্যাপারে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই ইস্রাফিল বলেন, থানায় অভিযোগ এসেছে। আমরা সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব।