মাসুদ সরকার : নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে জেলার শ্রেষ্ঠ ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর বাস্তবায়নে বুধবার বিকেল সাড়ে ৫ টায় জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে ২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দে ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উন্মোচন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার (বাবলু) এম.পি।
উন্মোচন শেষে ধামইরহাট উপজেলা আ’লীগে ও জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাংসদ শহীদুজ্জামান সরকার এম পি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আ’লীগের সম্পাদক মো. শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, জগদল কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউনিয়ন আ.লীগ সভাপতি তনছের আলী, বনবিট কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।